Guitar Chords - এই মেঘলা দিনে
·1 min
এই Dমেঘলা দিনে Gএকলা
ঘরে থাকেনাতো Aমন,
কাছে Gযাবো কবে Dপাবো
ওগো Aতোমার নিমDন্ত্রণ।
যুথি Dবনে ওই Gহাওয়া
করে শুধু আসা Dযাওয়া।
হায় Dহায়রে দিন Gযায়রে
ভরে আঁধারে Aভুবন
কাছে Gযাবো কবে Dপাবো
ওগো Aতোমার নিমDন্ত্রণ।
এই Dমেঘলা দিনে Gএকলা
ঘরে থাকেনাতো Aমন,
কাছে Gযাবো কবে Dপাবো
ওগো Aতোমার নিমDন্ত্রণ।
শুধু Aঝরে ঝর Dঝর
আজ Aবারি সারাDদিন,
আজ Gযেন মেঘে Dমেঘে
হলো Aমন যে উদাDসীন।
আজ Dআমি ক্ষণে Gক্ষণে
কি যে ভাবি Dআনমনে।
তুমি Dআসবে ওগো Gহাসবে
কবে হবে সে Aমিলন
কাছে Gযাবো কবে Dপাবো
ওগো Aতোমার নিমDন্ত্রণ।
এই Dমেঘলা দিনে Gএকলা
ঘরে থাকেনাতো Aমন,
কাছে Gযাবো কবে Dপাবো
ওগো Aতোমার নিমDন্ত্রণ।